চট্টগ্রাম আন্ত:জিলা (রাঙ্গামাটি-খাগড়াছড়ি- রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-চট্ট-১০৬৬, প্রধান কার্যালয়- পপুলার সুপার মার্কেট, হাটহাজারী) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৮ শে অক্টোবর) হাটহাজারী পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন→ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান আলী।
বক্তব্যে তিনি বলেন- দেশের উন্নয়নে অসামান্য অবদান রয়েছে পরিবহণ শ্রমিক ভাইদের, অথচ আমাদের অনেকে এসব স্বীকারও করিনা, যা অতীব দুঃখজনক। সংগঠনের কার্যক্রম পরিচালনা ও শৃঙ্খলার জন্য তিনি কার্যকরি কমিটিকে ধন্যবাদ জানান এবং সদস্যদের জন্য নানা দিক নির্দেশনা প্রদান করেন তাঁর বক্তব্যে।
চট্টগ্রাম আন্ত:জিলা (রা:খা: রা:) ট্রাক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান সভায় উদ্বোধক ছিলেন।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ট্যাংকলরী প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আবদুল মন্নান।
এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরি সভাপতি হাজী আবুল বাহার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, কার্যকরী সভাপতি মোঃ রবিউল মাওলা, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুন্নবী লেদু, ঢাকা জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বার।
সভায় দুই মৃত সদস্যের নমিনিকে সংগঠনের মৃত্যু ফান্ড হতে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে তুলে দেন এসব।
সংগঠনের কার্যকরি পরিষদের নির্বাচন পরিচালনায় আলহাজ্ব আব্দুল মান্নানকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন- মো. নাছির, লোকমান হোসেন, আবুল কালাম।
কার্যকরি পরিষদের আসন্ন এই নির্বাচন সুষ্ঠু সম্পন্নে সকলের সহায়তা কামনা করেন প্রধান অতিথি।
চট্টগ্রাম আন্ত:জিলা (রা:খা: রা:) ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াছ ঢাকা কেন্দ্রীয় কার্যালয় হতে আগত অতিথি এবং অনুষ্ঠানের অতিথিদের আগমনে ও সকল সদস্যদের আন্তরিকতায় আজ এই সাধারণ সভা সফল হয়েছে’ বলে উল্লেখ করেন।
সভাপতি মো. ইলিয়াছের সমাপনী বক্তব্যের পর অতিথি, সাধারণ সদস্যসহ উপস্থিত সকলকে মেজবানী খাবারে আপ্যায়ন করানো হয়।