চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা এলাকায় একটি পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার পাঙ্গাসের পোনা মেরেছে
দুস্কৃতিকারীরা। গত ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে দুস্কৃতিকারীরা মৎস্য ব্যবসায়ী দিদারুল
আলমের মৎস্য পজেক্টে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকা পাঙ্গাস মাছের পোনা মেরে ফেলার অভিযোগ
পাওয়া যায়। দিদারুল আলম জানান, এক বছরের জন্য ১ লক্ষ টাকার বিনিময়ে সাতঘাটিয়া পুকুর
পাড় সংলগ্ন মাজারের পাশে পুকুরটি মাছ চাষের জন্য খাজনায় নেয়। সেখানে প্রায় ৩ লক্ষ
টাকার পাঙ্গাস মাছের পোনা গত দেড় মাস পূর্বে ছাড়া হয়। গত দেড় মাসে তার প্রায় ৩ লক্ষ
টাকা মাছের খাবারের জন্য ব্যয় হয়। ৪ জন শ্রমিকের বেতন হিসেবে ১ লক্ষ টাকাসহ ১০ লক্ষাধিক
টাকা ক্ষতি সাধন হয়। এ ব্যাপারে দিদারুল আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় দুস্কৃতিকারীদের
বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। সে তার মূলধন হারিয়ে অনেকটা হতাশ।
তিনি গতকাল ৩০ অক্টোবর সকালে মাছের পোনা পুকুরে ভাসমান অবস্থায় দেখে হতভম্ভ হয়ে পড়ে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেছেন, তিনি প্রতিবেদন লেখা
পর্যন্ত কোন রকম অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ
করবেন বলে জানিয়েছেন।