নবনির্বাচিত সভাপতি সাধনা দাশ গুপ্তাকে ফুল দিয়ে বরণ
চট্টগ্রাম লবণ উৎপাদনকারী কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ১ম সভা সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার বিকেলে কক্সবাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি সাধনা দাশ গুপ্তা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোছাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমবায় অফিসার জহির আব্বাস।
এসময় নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আলী চৌধুরী, সদস্য এম. রহিম উল্লাহ খাঁন রানা ও কপিল উদ্দিন সভায় অংশ নেন।
একইদিন সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বভার তুলে দেয়া হয়েছে।
অন্যন্যদের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় লবণ উৎপাদনকারী সমিতির সাবেক সভাপতি, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মেহেরুজ্জামান, সাবেক সহ- সভাপতি এম,ওবাইদুল্লাহ খাঁন হিরু, জেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী তপন দাশ ও মোস্তাক আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতি সাধনা দাশ গুপ্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।