ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও মা অভিভাবকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈশা খান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম।
বক্তারা, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা ঘাটতি পূরণে শিক্ষা মানোন্নয়ন নিয়ে মা অভিভাবকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ রাখেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, এসএমসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।