হাটহাজারী পৌরসদরের এগারো মাইল এলাকায় একটি পরিবারের বসবাসরত বাসার অভ্যন্তরে অবস্থিত টয়লেটের কমোডের নীচ হতে ২০টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করেছে হাটহাজারী বন বিভাগ।
জানা যায়, গতকাল বসবাসরত লোকজনের কারো চোখে পড়ে একটি সাপের বাচ্চা, পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে।
সাপুড়ে খোঁজার একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এখবর। নিকটবর্তী বন বিট কর্মকর্তার কার্যালয় এখবর পেয়ে তাঁরা অভিজ্ঞ সাপুড়ের সহায়তায় ওই স্থান হতে একে একে উদ্ধার করে ২২টি পদ্মগোখরো সাপের বাচ্চা।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা বলেন- এগুলো উদ্ধার করে আমাদের বিট নিয়ন্ত্রিত বনে উন্মুক্ত করে দিয়েছি।’