চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সর্ব উত্তরে তৈলারদ্বীপ সেতুর কাছে পুরানঘাট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর উত্তর সীমানা ফেরিঘাট এবং চাঁনপুর বাজারের মধ্যখানে রাস্তার উত্তর পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আজিজুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত লাশের সঠিক তথ্য পাওয়া যায়নি। লাশটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তবে, থানায় একটি নিখোঁজ ডায়েরি করা আছে। তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।