কারো সাথে ভিডিও কল চালু রেখে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। গতকাল বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তোফায়েল আহমেদ সওদাগর বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম ঝুমুর (১৭) সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার মুজাহের এর কন্যা।
জানা যায়, পার্শবর্তি ফটিকছড়ি ভূজপুর থানা সুয়াবিল গ্রামের প্রবাসী সাকিব (২৫) এর সাথে গোপনে ৬ / ৭মাস আগে আকদ/বিয়ে হয়, কিন্তু ২/৩ মাস আগে পরিবার বিষয়টি জানতে পারে।
বৃহস্পতিবার বিকেলে সাকিবের সাথে মোবাইল কথোপকথনের এক পর্যায়ে ভিডিও কল চালু অবস্থায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুমুর।
সাকিব নামীয় এক ছেলের সাথে সম্পর্কের কথা শুনেছেন’ উল্লেখ করে হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক প্রদীপ দাশ জানান→ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে, ওই মোবাইল এবং ওড়না আলামত হিসেবে জব্দ করা হয়েছে।’