রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ দলিলুর রহমানের বাড়ীর উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব নুর অাহম্মদ।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া ভূমি মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
বিশেষ আলোচক বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। অতিথি ছিলেন রাউজান রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী, প্রকৌশলী মোরশেদুল হক। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে
উপস্থিত ছিলেন মনির আহম্মদ, মোঃইউছুপ,নুরুল আলম,লেঃআজিজ আহম্মদ চৌধুরী সেলিম সিদ্দিকী, আবু তাহের,মোঃ আনোয়ারুল আজিম সিদ্দিকী,মোঃ রবিউল আলম, মোঃএমরান, মোঃজুয়েল,মোঃজাহেদ,রাশেদ, কামাল।
মাহফিলে ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল উপলক্ষে এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।