মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানে রাউজানে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে রাউজান থানার আয়োজনে আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এস আই মোহাম্মদ নাহিদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।এ সময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার নুরে আলম দীন,রাউজান থানার পুলিশ পরিদর্শক অপারেশন কবির হোসাইন,সেকেন্ড অফিসার অজয় দেব শীলসহ থানার পুলিশের অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।