রাউজানের উপজেলার গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার আওতাধীন শেখপাড়া ইউনিট শাখার উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। ২২অক্টোবর শুক্রবার রাতে শেখপাড়া জামে মসজিদে প্রাঙ্গনে মিলাদ মাহফিলে শেখপাড়া জামে মসজিদের খতিব হযরাতুলহাজ্ব আল্লামা আইয়ুব বদরী সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আজিজের পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী গাউছিয়া ওসমান চৌধুরী জামে মসজিদের খতিব,উদীয়মান তরুণ বক্তা লেখক ও কলামিস্ট হযরাতুল আল্লামা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী । বিশেষ আলোচক ছিলেন শেখপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুর সত্তার আলকাদেরী । বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। মাহফিলে ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।
এসময় বক্তরা বলেন,রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য এক মহান মাস। এ মাসের একটি দিন প্রিয় নবির জন্ম উৎসবে আনন্দ নয় বরং মাসজুড়ে প্রিয় নবির আদর্শে নিজেদের রঙিন করে বছরজুড়ে সুন্নাতের আলোকে জীবন পরিচালনার উৎস পবিত্র ঈদে মিলাদুন্নবী।
বক্তরা আরো বলেন,ঈদে মিলাদুন্নবীর মাস, তারিখ নিয়ে যতই মতভেদ থাকুক না কেন: প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন থেকে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবন হোক মুসলিম উম্মাহর জন্য আদর্শ।
বিশ্ব মানবতার সব ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য প্রিয় নবির আদর্শ হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর পুরোপুরি অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়ন সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধে আবদ্ধ থাকার আহবান জানান।