“গাছ বাঁচলে মানুষ বাঁচবে গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়
আজ (৩০ অক্টোবর) শনিবার দুপুরে টেকনাফ উপজেলা Team-wave তরঙ্গ সংগঠনের সভাপতি ছিদ্দিক আহাম্মদ পারভেজ -এর নেতৃত্বে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তরঙ্গ সংগঠন টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাশি রাম দে, বদিউর রহমান।
বক্তারা বলেন, সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই, এমন আয়োজন দেখে অনেকেই এগিয়ে আসবেন, একদিন সবুজে সবুজে ভরে উঠবে পুরো বাংলাদেশ, নতুন রূপে সাজবে আমাদের প্রাণ ও প্রকৃতি।
এছাড়া অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং, Team WAVE – তরঙ্গ টেকনাফ উপজেলা শাখার সকল স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।