1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রানের উৎসব প্রবারনা পূর্ণিমা পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

গুইমারাতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রানের উৎসব প্রবারনা পূর্ণিমা পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা আনন্দগন পরিবেশে পালিত হয়েছে। বৌদ্ধ ধর্মীয় মারমা সম্প্রদায়ের মানুষজন তাদের ফানুস উড়িয়ে গুইমারা উপজেলার রাতের আকাশ রঙ্গিন করে তুলে। সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন ক্যায়াং ও গ্রাম থেকে ফানুস উড়তে দেখা গেছে। যাতে আকাশ রঙিন হয়ে ওঠে। পাহাড়ে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব চলছে।
২০ অক্টোবর বুধবার শুরু হয় মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমার পর থেকে তিন মাস বর্ষাবাস পালন শেষে শুরু হয় আকর্ষণীয় এই উৎসব। দুদিনের পার্বণ ঘিরে তাই মারমা পল্লীগুলোতে বইছে আনন্দের বন্যা। চলছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রথযাত্রা, পাড়া পাড়ায় পিঠা তৈরির উৎসব, ফানুস ওড়ানো, হাজার প্রদীপ প্রজ্বলন।
ওয়াগ্যোই পোয়ে মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। মনের আশা পূরণের জন্য ভগবান বুদ্ধের উদ্দেশে কাগজের ফানুস আকাশে উড়িয়ে নিজেদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান তারা। প্রবারণা পূর্ণিমার দিনই রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহণ, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল। তাই বুদ্ধের ত্রিশূল বিজড়িত এদিনটি প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে বিশেষ স্মরণীয় হয়ে আছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদ পূর্ণিমার তিথিতে এ উৎসবটি উদযাপন করে। আয়োজনের প্রধান আকর্ষণ আর এ উৎসব ঘিরে প্রতিটি ক্যায়াং ও পাহাড়িপল্লীতে তরুণরা দলবেঁধে তৈরি করে নানা রঙের ফানুস, রথ ও বেতের তৈরি নানা সামগ্রী। আমতলী পাড়ার আনু মারমা বলেন, ‘ওয়াগ্যোই পোয়ে আমাদের খুবই আকর্ষণীয় একটি উৎসব। সেখানে আমরা উড়াব বলে অনেক আগে থেকেই বন্ধুবান্ধবরা মিলে ফানুস বানিয়েছি। মারমা যুবক সুইউ চৌধুরী বলেন, ‘প্রবারণার সময় রথ টানাই পিঠা বানাই, বন্ধুরা মিলে ফানুস উড়াই। এ সময় খুবই মজা হয়।’

মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার দিন বিহার থেকে বের হয়ে সব বিবাদ ভুলে একে অন্যের প্রতি সম্ভার্ষণ জানায়। সেই সঙ্গে মনের সব সংকীর্ণতা পরিহার করে অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়ে মহামিলনের মাধ্যমে নিজ সংসারে ফিরে আসা হয়। তাই এই উৎসবে মেতে ওঠে মারমা তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাসহ সব বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু তাই নয়, পাহাড়ি বাঙালি ও বাইরে থেকে আসা পর্যটকদের অংশগ্রহণে মারমাদের এ উৎসবটি হয়ে উঠে সম্প্রীতির মিলনমেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net