কক্সবাজার সদর উপজেলার পোকখালীস্থ গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির ৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৯ অক্টোবর কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস স্বাক্ষরিত এক প্রাজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
অন্তবর্তী কমিটিতে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নীতি রানী পালকে সভাপতি, সমিতির প্রবীণ সদস্য সিরাজুল ইসলাম, এম আবদুল্লাহ খাঁন, আবু তালেব ও আবদুস সালামকে সদস্য করা হয়েছে।
একই সাথে সন্জয় দাশ গুপ্তকে সমিতির কার্য্যনির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সমবায় কার্যালয়ে অন্তবর্তী কমিটির প্রথম সভা নীতি রানী পালে’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় দাশ গুপ্তর সঞ্চালনায় সম্পন্ন হয়।
এসময় গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির অডিট দলনেতা, জেলা কার্যালযের পরিদর্শক ইকবাল হোছাইন,পেকুয়া উপজেলা সমবায় অফিসার মোস্তফা জামান,রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, সমিতির সাবেক সম্পাদক মোসলেম উদ্দিন, বিদায়ী কমিটির সদস্য মোঃআবদুল্লাহ পরিদর্শক, তপন দাশ অফিস সহকারী জেলা সমবায় কার্যালয়, এম,ওবাইদুল্লাহ খাঁন হিরু ও মিজবাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান এডহক কমিটির সভাপতি নীতি রানী পাল, সদস্য সিরাজুল ইসলাম, এম আবদুল্লাহ খাঁন, আবু তালেব ও আবদুস সালাম।