চট্টগ্রাম চন্দনাইশের ২৩টি বৌদ্ধ গ্রামে ৩৫টি বৌদ্ধ বিহারে যথাযোগ্য
মর্যাদা ও ভাবগম্ভীযের মধ্যদিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধমর্ীয়
উৎসব প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর এ উপলক্ষে
প্রতিটি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব হিসেবে
ফানুস উত্তোলন করা হয়। তাদের মতে বুদ্ধ আধ্যাত্মিক শক্তিবলে
দেবলোকে গিয়ে মাকে ধর্মদেশনা করে। স্বর্গ থেকে মর্ত্যে
অবতারণ করেন। সে কারণে প্রতিটি বৌদ্ধ বিহারে ভিক্ষুগণ ৩
মাস বষার্বাসের পর প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়। প্রবারণা
পূর্ণিমায় আকাশে প্রদীপ প্রজ্জ্বলনের লক্ষে ফানুস উত্তোলন করা হয়
প্রতিটি বৌদ্ধ বিহারে। প্রবারণা পূর্ণিমার পরদিন তথা গতকাল
২১ অক্টোবর থেকে বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু হয়।
চন্দনাইশে ৩৫টি বৌদ্ধ বিহারের মধ্যে গতকাল ২১ অক্টোবর বৈলতলী
আম্রপালী বৌদ্ধ বিহারে চীবরদান অনুষ্ঠিত হয়। আজ ২২ অক্টোবর
ফতেনগর বেনুবন বৌদ্ধ বিহার, দক্ষিণ হাশিমপুর বিজয়ারাম বৌদ্ধ
বিহার ও উত্তর হাশিমপুর সাম্মাদিট্টি ফরেস্ট মেডিটেশন সেন্টারে
কঠিন চীবরদান অনুষ্ঠিত হবে।