খাগড়াছড়ির গুইমারায় ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘ এ স্লোগানকে সামনে রেখে আজ ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়। গুইমারা থানার বর্ণিল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু মেমং মারমা, কমিউনিটি পুলিশ সদস্য,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এসময় ওসি মিজানুর রহমান বলেন,প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষে সারা দেশ ব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালন হচ্ছে ।জনগনের সাথে কাধে কাধ মিলিয়ে সর্বত্র যাতে শান্তি শৃংখলা বজায় রাখা যায় সে লক্ষে কাজ করছে কমিউনিটি পুলিশ।