নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সোলেইমানকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে এলাকাবাসী ।
সোমবার সকালে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তারা বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ১৫ অক্টোবর তার জেঠাত শ্বশুর মনির হোসেন এর নেতৃত্বে তাকে মারধর করে রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পোস্টমার্টেম করতে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে তার মা বলেন, যদি আমার ছেলে আত্মহত্যা করে তাহলে আমাদের কোন অভিযোগ থাকবে না। যদি এটা পরিকল্পিতভাবে হত্যা হয় তা হলে আমি এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবী করছি। পরে এলাকাবাসীর উদ্যোগে ইউনিয়নের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষ।