অসুস্থ আরমান এর চিকিৎসার জন্য এগিয়ে আসলো চট্টগ্রাম ফটিকছড়ি নারায়ণহাট প্রবাসীদের মানবিক সংগঠন,প্রবাসী মানবকল্যান পরিষদ।
২২ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে সংগঠনের প্রজেক্ট নং ১৭৪ এর অংশ হিসেবে ৩৯ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।প্রবাসী মানব কল্যাণ পরিষদ ৪ নং ওয়ার্ড শাখার সকল প্রবাসীদের উদ্যোগে অসুস্থ আরমান এর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রধান করেন।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রবাসী মানব কল্যাণ পরিষদ’র অর্থ সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রবাসী মানব কল্যাণ পরিষদ ৪নং ওয়ার্ড শাখার সাবেক উপদেষ্টা আবুল কাসেম, আবদুল মুনাফ,মুহাম্মদ নিজাম উদ্দিন,অলী আহমদ,নুরুল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিষদ এর পক্ষ হতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ৩৯ হাজার নগদ টাকা চিকিৎসার জন্য আরমান ও তার পিতার হাতে হাতে তুলে দেন।