1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুদাফরগঞ্জ ফুটপাত দখলমুক্ত করলেন ইউনিয়ন চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক নির্বাহী প্রকৌশলী আজমুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালালো মাদকাসক্ত স্বামী মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ

মুদাফরগঞ্জ ফুটপাত দখলমুক্ত করলেন ইউনিয়ন চেয়ারম্যান

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার

লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে সড়ক এবং বাজারে ফুটপাত হকারদের উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীনের নির্দেশে শনিবার ১৬ অক্টোবর সকাল থেকে দুপুর পযন্ত কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক সড়ক মুদাফরগঞ্জ বাজারে হকারদের উচ্ছেদ ও দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারে ফুটপাতগুলোতে অনেকদিন ধরে হকারদের দখলে ফলে ক্রেতা সাধারণের চলাচল ও যানজট সৃষ্টি হচ্ছে। তিন উপজেলার ব্যবসায়ীদের পাইকারী ও খুচরা ব্যবসার জোন হচ্ছে এ বাজারে। সড়ক ও বাজারে
ফুটপাত দখল করে অস্থায়ী ভাবে গড়ে উঠা সবজি ও ফল ব্যবসায়ীরা। “মুদাফ্ফরগঞ্জ বাজারে নিত্যদিনের যানজট” নিয়ে কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি স্থানীয় প্রশাসন ও বাজার ব্যবসায়ীদের টনকনড়ে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সড়ক ও বাজারে ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ী ও হকারদের গত ১ অক্টোবরে তাদেরকে নির্দেশ দেন। এমনকি মাইকিং করে চলতি মাসে ১৫ অক্টোবরের মধ্যে দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয় না-হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। (১৬ অক্টোবর) শনিবার সকালে থেকে দুপুর পযন্ত চেয়ারম্যানের নির্দেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
মুদাফ্ফরগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করায় চেয়ারম্যানের প্রতি সন্তোষ প্রকাশ করেন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।
মুদাফরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন বলে, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া ও শাহারাস্তি থানার বড় ব্যবসায়ীদের পাইকারী ও খুচরা ব্যবসার জোন হচ্ছে এ বাজারে।ফুটপাতগুলোতে অনেকদিন ধরে হকারদের দখলে ফলে ক্রেতা সাধারণের চলাচল ও যানজট সৃষ্টি হচ্ছে। উচ্ছেদ পরিচালনা পর
আশা করি যানজট সৃষ্টি হবেনা।
এ ব্যাপারে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীন বলেন, দখলমুক্ত করার জন্য হকারদের নির্দেশ দেওয়া হয়েছে যাঁরা সময় মতো নির্দেশ পালন করেন নাই, সেসব দোকাগুলো উচ্ছেদ পরিচালনা করে দখলমুক্ত করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে মুদাফরগঞ্জ এলাকায় দখল হয়ে যাওয়া সব সরকারি খাল দখলমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net