নোয়াখালীর চাটখিলের সোমপাড়া কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও সোমপাড়া কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে কলেজের আইসিটি প্রভাষক আবু নাছির মোঃ নুরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, আহসান হাবীব সমীর, চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীমা আক্তার মেরীসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য উপস্থাপন করেন।