ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে ৯ টি মামলায় ৯ জনকে ৪১ হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার শ্যামগ্রাম এলাকায় নবীনগর থানা পুলিশের সহযোগিতায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭২ এবং ৯২ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া দুইটি মোটরসাইকেলের কোনো কাগজপত্র না থাকায় নবীনগর থানার নিকট হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।