1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতশত বছরের ইতিহাস সমৃদ্ধ পরীর পাহাড় থেকে অবৈধ স্থাপনার জঞ্জাল সরানোর বিকল্প নাই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

সাতশত বছরের ইতিহাস সমৃদ্ধ পরীর পাহাড় থেকে অবৈধ স্থাপনার জঞ্জাল সরানোর বিকল্প নাই

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৩০ বার

চট্টগ্রাম পরীর পাহাড়কে প্রত্নসম্পদ হিসাবে সংরক্ষণের দাবীতে আজ ৯/১১/২০২১ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র। উক্ত সম্মেলনে সংগঠনের প্রতিঠাতা সভাপতি কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. আবুল কাসেম বলেন টেলিকনফারেন্স যুক্ত হয়ে বলেন, সাতশত বছরের ইতিহাস সমৃদ্ধ পরীর পাহাড়। এই সমৃদ্ধ ইতিহাস ও প্রত্নসম্পদ দেশের এবং চট্টগ্রাম তথা দেশের ঐতিহ্য সমৃদ্ধ করতে সংরক্ষণ করতে হবে এর বিকল্প নাই। পরীর পাহাড়কে প্রত্ন সম্পদ করার সরকারি উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনোজ কুমার দেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সভাপতি সাংবাদিক আলীউর রহমান, সংগঠক কায়সার আলী চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য শ্যামল বিশ্বাস প্রমুখ। মহসীন কাজী বলে, শত শত বছরের ইতিহাস পরীবর্তনের অধিকার কারো নাই। পরীর পাহাড় সংরক্ষণে তিন শতাধিক অবৈধ স্থাপনার সরানো জরুরী। পাহাড়ের কিনারায় স্থাপিত বহুতল ভবনগুলোর ভূতাত্ত্বিক জরিপ জরুরি। এই ভবনের যে কোন একটি ধ্বংস পড়লে বাংলাদেশ ব্যাংক,সিডিএ ভবন ধ্বংস স্তুপে পরিনত হবে।
কিংবদন্তির পরীর পাহাড়কে প্রত্ন সম্পদ হিসাবে সংরক্ষণ করা না হলে ২০০১ সালের মতো সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা আন্দোলনে নামব।
সংগঠনের সভাপতি আলীউর রহমান বলেন, ২০০০ সালে পরীর পাহাড়ের আদালত ভবনকে প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। ২১ বছর পরে এসে পরীর পাহাড় নিয়ে বিতর্কের সুযোগ নাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,
১২০ বছর আগে চৌধুরী পূর্ণচন্দ্র তত্ত্বনিধি রচিত চট্টগ্রামের ইতিহাস গ্রন্থ পরীর পাহাড়ের নামাকরণ ও কাচারি ভবন স্থাপনের ইতিবৃত্ত লিখে গেছেন। পরবর্তীতে সুনীতিভূষন কানুনগো, আবদুল হক চৌধুরী পরীর পাহাড় নিয়ে বিস্তারিত লিখে গেছেন।
চট্টগ্রামের ইতিহাস গ্রন্থে চৌধুরী পূর্ণচন্দ্র লিখেছেন, বর্ত্তমান (ঋধরৎু ঐরষষ) ফেয়ারিহিলের পাদদেশ ধৌত করিয়া সমুদ্রের লবণাম্বুরাশি আনোয়ারা পাহাড়ের পাদদেশে উছলিয়া পড়িত। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম যখন মগরাজগণের শাসনাধীনে ছিল তখনও ফেয়ারি হিল (ঋধরৎু ঐরষষ) ও টেম্পেষ্ট হিল (ঞবসঢ়বংঃ ঐরষষ) এই দুইটা পাহাড় পত্তুর্গীজ ফিরিঙ্গী গণের দখলে ছিল*। আবদুল হক চৌধুরী বন্দর শহর চট্টগ্রাম গ্রন্থ উল্লেখ করেন, গবেষক আবদুল হক চৌধুরীর গবেষণা মতে, ১৮৯৩ সালে কাছারি স্থাপনের পরও ইংরেজরা পরীর পাহাড়ের নাম পরিবর্তন না করে ইংলিশ অনুবাদে ‘ফেয়ারী হিল’ বলে অভিহিত করতো।
লিখিত বক্তব্যে পরীর পাহাড় সংরক্ষণে পাঁচ দফা সুপারিশ করা হয়, সেগুলো হচ্ছে ১। পরীর পাহাড়ের ১৩০ বছরের ঐতিহাসিক স্থাপনা প্রত্নসম্পদ হিসাবে সংরক্ষণ করা। পাহাড়ের চার পাশের স্থাপনা সরিয়ে পুরো শহর থেকে দেখা যায় এমন দর্শনীয় স্থান করে চট্টগ্রামের লাইট হাউজ ঘোষণা করা।

প্রত্নসম্পদ আইন অনুযায়ী নান্দনিক কোন স্থাপনার বয়স ৭০ বছর হলে তা প্রত্নসম্পদ হিসাবে বিবেচিত।

২। বর্তমান জেলা প্রশাসন থেকে প্রশাসনিক কার্যক্রম বাকলিয়া কর্ণফুলী তীরবতর্ী এলাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। আমাদের দাবী হচ্ছে শুধু প্রশাসনিক কার্যক্রম নয় বিচারিক কার্যক্রমের জন্য ঐ এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে পরীর পাহাড়কে ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃতি দিয়ে তা সংরক্ষণ করা হোক।

৩। পাহাড়ের ঢালে নির্মিত আগুন ও ভূমিকম্প ঝুঁকিপূর্ন ভবন ভেঙ্গে ফেলা অতি জরুরি। পাহাড়ের ঢালুতে তৈরি যে কোন একটি ভবন ভেঙ্গে পড়লে নিচের পুরো এলাকা ধ্বংস স্তুপে পরিণত হবে। তখন পুরো পরীর পাহাড় ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৪। ভূতাত্ত্বিক জরিপ করে পুরো এলাকাটির অবৈধ সরকারী বেসরকারী সকল স্থাপনা সরিয়ে লাল ভবনটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহন করতে হবে।

আমাদের মনে রাখতে হবে চট্টগ্রামের এই পরীর পাহাড় মহাকবি নবীন চন্দ্র সেন, মাস্টারদা সূর্যসেন, কল্পনা দত্তের স্মৃতি বিজড়িত স্থান । এই ভবনের মাস্টারদা সূর্যসেন ও তার সাথীদের বিচারকার্য সম্পন্ন হয়েছিল।

৫। সর্বোপরি পুরো পরীর পাহাড়কে প্রত্নসম্পদ আইনে সংরক্ষণ করে

বাংলাদেশের যে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে, সেই আলোকে প্রত্নতত্ত্ব আইনে পরীর পাহাড়ের লাল দালান হেরিটেজ ঘোষিত করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস জানতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net