টেকনাফ থানা পুলিশের চৌকশ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ (দশ) হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারীকে আটক করা হয়েছে।
আটককৃত নারী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত মালেক মিস্ত্রির স্ত্রী গুলফরাজ (৩৫)
অদ্য, ০৭/১১/২১খ্রিঃ তারিখ রবিবার আনুমানিক রাত ১০:০০ ঘটিকার সময় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মালেক মিস্ত্রির বাড়ি থেকে এসব আইস ও ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার ক্রসফায়ারে নিহত মালেক মিস্ত্রির বাড়িতে ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ইয়াবার একটি চালান মজুদ রয়েছে, উক্ত সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন বাড়ির কাঠের ওয়ালের ড্রয়ারে মজুদ রাখা অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মালেকের স্ত্রীকে আটক করা হয়, যার আনুমানিকমূল্য ৫ কোটি টাকা।
তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।