গত ১৪/১১/২১খ্রিঃ তারিখ (রবিবার) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শীর্ষ চোরাকারবারী ও কথিত হুন্ডি সম্রাট ঈদগাঁও এর রেজাউল করিম পলাশ (৩২) কে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ (যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা), হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬ টি চেকবই, বিপুল পরিমান এটিএম/ভিসা কার্ড ও ১০টি মােবাইল সহ আটক করা হয়েছে।
পরবর্তীতে, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে, সে দীর্ঘ একযুগ ধরে স্বর্ণ চোরাকারবারী ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত ছিল।