র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে,
গত ১৪/১১/২১খ্রিঃ তারিখ (রবিবার) আনুমানিক ০৮.৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ ছাবের (৪১), পিতা- মৃত ওমর আব্বাস, সাং- শাহ্পরিদ্বীপ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৯৯৫ গ্রাম
(ক্রিস্টাল মেথ) আইস এবং ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।