আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছে।
খুটাখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা এখন মানুষের মুখে মুখে। নির্বাচনী ঝড় ওঠেছে খুটাখালীতে। কে হবেন খুটাখালীর অভিভাবক এখন এমন প্রশ্ন সবার মুখে মুখে। অবশ্যই তরুণদের মুখে এখন নতুন একটি মুখের নাম বেশি শুনা যাচ্ছে। আলোচনার শীর্ষে রয়েছে খুটাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর।
তিনি গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করে রাতে তার নিজ বাসভবনে স্থানীয় প্রবীণ মুরব্বী ডাঃ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এক মতবিনিময় সভা শেষে আনাচে-কানাচে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মাষ্টার আবু সাঈদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ফারুক। এদিন রাতে তার বাস ভবনে আয়োজিত মতবিনিময় সভায় হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের গণজোয়ারেই বলে দেয় আগামীর খুটাখালীর অভিভাবক তিনি। তাঁর পদচারনায় উজ্জীবিত খুটাখালীর জনপদ। তিনি ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
জানা যায়, চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এসএম মনজুরের নিজ এলাকা খুটাখালীতে তার বিপুল জনসমর্থন রয়েছে। তরুণ- যুবকরাই তার দিকে ঝুঁকছেন।
৬ নভেম্বর (শনিবার) সকাল থেকে সাধারণ মানুষদের সাথে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর একজন সহজ সরল ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক।
খুটাখালী বিএনপি অধ্যুসিত এলাকা। নম্র, ভদ্র ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার আলাদা মর্যাদা রয়েছে এলাকায়। এছাড়া সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এর বিশ্বস্থ ও আস্থাভাজন ব্যক্তি তিনি।
বিএনপি দলীয় প্রতীক নিয়ে এবারে নির্বাচনে অংশ গ্রহন না করলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করছেন আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর। মুরুব্বী সমাজ, যুব সমাজ তার মুল হাতিয়ার। তিনি ভোট বাজারে সরব রয়েছেন। মানুষের মুখে পরিবর্তনের সুর বাঁজতে শুনা যাচ্ছে।
সভায় আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের কর্মী সমর্থকরা জানান, খুটাখালীর মানুষের ভাগ্য উন্নয়নে প্রথমবারের মত তিনি মাঠে নেমেছেন। আশাকরি মানুষ তাঁর পরিশ্রমের মুল্যায়ন করবে।
বক্তারা বলেন, আমরা জিম্মিদশা থেকে বাঁচতে চাই। পরিবর্তন চাই। এবারের নির্বাচনে চমক দেখাতে চাই। সমাজ পরিবর্তন ও উন্নয়নে জন্য পরিবর্তনের বিকল্প নেই। আমরা নিরাপদ খুটাখালী চাই। যেখানে কোন বৈষম্য থাকবেনা। আর বৈষম্যমুক্ত খুটাখালীতে আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের বিকল্প নাই।
মতবিনিময় সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশলয় স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক বাহাদুর হক।
বিশেষ অতিথিদের মধ্যে কিশলয় বালিকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম, মাষ্টার আবদুচ সোবহান, খুটাখালী বালিকা মাদরাসার শিক্ষক আনম ফজলুল করিম, গনমাধ্যমকর্মী সেলিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের সফল মেম্বার আনোয়ার হোসেন, মেম্বারপ্রার্থী শাহাব উদ্দিন আরমান, নূর মোহাম্মদ পেটান মুন্সি, শামসুল আলম, মোঃ মজনু, রফিকুল ইসলাম, বিএনপি নেতা মহিদুল ইসলাম, পুর্বপাড়ার নূরুল আমিন, ফরেষ্ট অফিস পাড়ার মোঃ নয়ন, সাবেক মেম্বার আমিন, কামাল উদ্দিন মাঝি, কামাল উদ্দীন ড্রাইভার, নূর মোঃ নূরী, যুবনেতা শীষ মোঃ রাশেল, ছাত্রনেতা সোহেল রানা সিদ্দিকী, শামসেদ আলম আশিক, আবদুল মান্নান ও রায়হান উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেন,আজকের মতবিনিময় সভা আপনাদের উপস্থিতিতে জনসভায় রুপ নিয়েছে। আমি আপনাদের অংশগ্রহন দেখে সত্যিই আনন্দিত। আপনারা আমাকে এতটা ভালবাসেন তা আমার জানা ছিল না। আপনাদের ভালবাসাই আমাকে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। আমি আপনাদের ভালবাসার মূল্যায়ন করবো আমার সেবা দিয়ে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে ইউনিয়ন বাসীর ঘরে ঘরে সেবা পৌছে দিব।
তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। তাই আপনারা হিংসা না করে প্রতিযোগীতা করুন। আমার চাচা মরহুম কবির আহমদ ঠান্ডা মিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বাপ-চাচার মৃত্যুর পরে তাদের সুনাম ও আদর্শকে লালন করে ছাত্রজীবন থেকেই মানব সেবায় নিয়োজিত থেকেই কাজ করে আসছি।
তিনি নির্বাচিত হলে খুটাখালী ইউনিয়নবাসীকে ডিজিটাল রোল মডেল আধুনিক ইউনিয়ন পরিষদ উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। এর জন্য তিনি সকলের নিকট আশীর্বাদ, দোয়া ও সহযোগিতা কামনা করেন।