চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের নবীন বরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পরিষদের সভাপতি এডভোকেট মোস্তফা কামাল মনসুর এর সভাপতিত্বে ও এডভোকেট মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ এনামুল হক। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. নাসির উদ্দিনসহ ২০২২ এর প্রার্থীদের পরিচয় করিয়ে উপস্থিত সবার কাছে তাদেরকে ভোট দেয়ার অনুরোধ জানান চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. ওমর ফারুখ। অনুষ্ঠানে বক্তারা কর আইনজীবী সমিতির কল্যাণে ও উন্নতিতে কর আইনজীবী ঐক্য পরিষদের বর্তমানে ও অতীতে নির্বাচিত প্রার্থীদের ভূমিকার কথা ও বারের কল্যাণে কাজে কথা বলেন। চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে যারা নতুন সদস্য পদ গ্রহণ করেছেন তাদের সবাইকে ঐক্য পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ থেকে মনোনীত সভাপতি প্রার্থী মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন, ফোরামের সভাপতি এডভোকেট এএসএম বদরুল আনোয়ার, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ মুছা, ইসলামী লইয়ার্স কাউন্সিল সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মালেক, কর আইনজীবী ইসলামিক লইয়ার্স কাউন্সিল সভাপতি মোহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতিবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি থেকে আগত নেতৃবৃন্দ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ। চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মোস্তফা কামাল মনসুর সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ও অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।