রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এক জোট হয়ে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করতে পারলে এদেশে আবার পাকিস্তান কায়েম হবে। কিন্তু বঙ্গকন্যা শেখ হাসিনা এদেশের মানুষের ভালবাসায় রাষ্ট্রিয় ক্ষমতা এসে দেশকে বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত করেছেন।শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে এখন উন্নত বিশ্বের কাতারে পৌঁছে। তিনি ৩নভেম্বর বুধবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজসহ আওয়ামী লীগ, যু্বলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।