বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা যুবলীগের বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান মাহমুদ, এতে উপস্হিত ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম নয়ন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল করিম ও প্রমুখ।
এতে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।