কুমিল্লা তিতাসে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজারে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার সরকার, আশরাফুল আলম, শেখ ফরিদ প্রধান, আব্দুল হালিম, বোরহান উদ্দিন, সাইদুল মেম্বার, লিটন মিয়া, যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রলীগ নেতা আব্দুল আলিম সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক ভোটার ও সমর্থকবৃন্দ।
জনসভায় বক্তারা নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।