কুমিল্লা তিতাস উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক বাবুল আহমেদ এর গাড়ি বহরে হামলা ও হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার বিকেল উক্ত ইউনিয়নের দুলারামপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জালাল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক, অত্র ইউনিয়নের সাবেক জুনাব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলম, বঙ্গবন্ধু যুব পরিষদের জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম প্রমূখ। এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐ ইউনিয়নের সবর্স্তরের জনগণ।
এ সময় বক্তারা অত্র ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মোল্লার সন্ত্রাসী বাহিনীর অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তির দাবি জানান।