ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম। উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম, সহকারী শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল হান্নান, সামসুন্নাহার প্রমুখ।
প্রধান অতিথি উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।