ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমের বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. জগলুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, উপ সহকারী কৃষি অফিসার মো. আবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পরিমল দত্ত।
আনুষ্ঠানিকভাবে উপজেলার প্রান্তিক পর্যায়ের প্রায় ১৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়।