ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে ৫ টি মামলায় ৫ জন মোটরচালককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় নবীনগর থানা পুলিশের সহযোগিতায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭২ এবং ৯২ ধারায় জরিমানা করা হয়। তাছাড়া দুইটি মোটরসাইকেলের কোনো কাগজপত্র না থাকায় নবীনগর থানার নিকট হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।