ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর দায়েমীয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে পীরানে পীর দস্তগীর ছামদানী কুতুবে রাব্বানী গাউছুল আজম অলীকুল সম্রাট হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী (রহঃ) এর ওরশ মোবারক পবিত্র ফাতেহা ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত হবে।
১৩ নভেম্বর- ১৭ নভেম্বর পর্যন্ত ইব্রাহিমপুর দায়েমীয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রত্যহ অনুষ্ঠান সূচী অনুযায়ী বয়ান, জিকির, মিলাদ-কিয়াম ও দোয়া অনুষ্ঠিত হবে। আগামী ১৭ নভেম্বর বুধবার বাদ যোহর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
মোনাজাত পরিচালনা করবেন দায়েমীয়া দরবার শরীফের পীর হযরত শাহ সূফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ।