হাতিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম ও কর্মকাণ্ডকে গতিশীল করতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা উপজেলা কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুবলীগের বর্ধিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নোয়াখালী জেলা কমিটির যুগ্ম-আহব্বায়ক আমিনুল ইসলাম মুন্না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নাজমুল আলম মঞ্জু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান শিপন
সভায় বক্তারা নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।
আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে ঐক্যমত হন।
সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, আমিনুল হক ইকবাল, জিল্লুর রহমান, এস এম মহসিন।