পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অলিমুন্দার বাড়ি মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থায় আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল নোয়াজিষপুর ইউনিয়নের মধ্যম নোয়াজিষপুর অলিমুন্দার বাড়ি সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এম সরোয়ার্দী সিকদার। এতে মেহমানে আলা ছিলেন আল্লামা আলাউদ্দিন জিহাদী। প্রধান বক্তা আল্লামা মুফতি সৈয়দুল বারি। সভাপতিত্ব করেন মধ্যম নোয়াজিষপুর বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান। মাওলানা ফোরখান ও মাওলানা জামালের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন অলিমুন্দার বাড়ি মাহফিল উদযাপন কমিটির মুহাম্মদ নুরুল আজিম, কামাল মাস্টার, মো. লোকমান, মো.সেলিম, মো. জাহেদ, মোহাম্মদ রানা, মো. নাছির, মো জামশেদ, মো. মঈন উদ্দিন, এম মোহাম্মদ হোসেন, মো ইউসুফসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লীবৃন্দ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।