হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করায় এক ব্যাক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম আজ বুধবার (১০ নভেম্বর) অভিযান পরিচালনাকালে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫’ এ স্থানীয় দাতারাম চৌধুরী সড়ক সংলগ্ন সুকুমার রায় (৪৫)কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একইসাথে, পুকুর ভরাটকাজে সহায়তাকারী বালুভর্তি একটি ট্রাকও এসময় আটক করে ভ্রাম্যমাণ আদালত।