ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করেছেন হাটহাজারী।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
অগ্নি এবং নানা দূর্ঘটনা হতে সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর গুরুত্ব নিয়ে বক্তব্যে আলোচনা করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ফায়ার সার্ভিসের সাবেক উপ-পরিচালক মো. সোলাইমান চৌধুরী, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, জনপ্রতিনিধি, পৌর সহায়ক সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
নানা ধরণের অগ্নিনির্বাপক যন্ত্রপাতির প্রদর্শন করা হয়েছে উপস্থিতিদের। সপ্তাহব্যাপী সকলের জন্য উন্মুক্ত থাকবে এসব প্রদর্শনী।