মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনাসভা,প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সার্বিক পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ প্রসাদ মজুমদার,
আড়পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, সাংবাদিক মোঃ মাসুম, মোঃ ইমরান হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে শালিখা উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীরা মনোযোগসহকারে মুক্তিযুদ্ধের গল্প শোনেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।