চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র, গুলিসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সেলিম উদ্দিন (২৭)হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের নুরুচ্ছাপা বাবুলের ছেলে। শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেল হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা থেকে গ্রেপ্তার করা তাকে।এসময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার দরগাহ বাজার এলাকার যাত্রী ছাউনীতে চেকপোস্ট বসানো হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্য বের হওয়া এক অস্ত্রধারীর তথ্য পেয়ে অস্ত্রসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে । গতকাল শুক্রবার তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।