রাউজানে এক সিএনজি অটোরিক্সা চালককে হত্যা উদ্দেশ্য হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এতে ওই সিএনজি অটোরিক্সা চালক মাথায় গুরুতর জখম হয়।সোমবার দুপুরে রাউজান পৌরসভার ০৮নং ওয়ার্ড সাফলঙ্গা গণীহাজী বাড়ি লাভলীর কলোনী সামনে এই ঘটনাটি ঘটেছে। আহত চালক এবিষয়ে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আহত চালক মোঃ এরশাদ (৩০) পৌরসভার ০৮নং ওয়ার্ড সাফলঙ্গা গণি হাজী বাড়ি লাভলী কলোনীতে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে। আহত চালক মোঃ এরশাদ অভিযোগ করে বলেন, বাসায় যাওয়ার পথে স্থানীয় মোঃ কামরুল (২০), মোঃ আমজাদ (২৪) সহ কয়েকজন যুবক সংঘবদ্ধ আমার সিএনজি অটোরিক্সাকে ধাক্কায় দেয়। আমি গাড়ি থামিয়ে প্রতিবাদ করলে কামরুল ও মোঃ আমজাদ দল বেধে কার গাড়ি থেকে লোহার বড় লট ও দেশীয় অস্ত্রশস্ত্রযোগে আমার উপর হামলা চালায়।এসয়ম তাঁর লোহার বড় লট মাথায় আঘাত করলে আমি প্রাণ বাঁচাতে জোরে চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।রাউজান থানার এস আই শাহাদাত জানান, তদন্তক্রমে দায়ীদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।