1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রিহ্যাব চট্টগ্রাম আবাসন ফেয়ার শুরু বৃহস্পতিবার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের ‘মিথ্যার ওপর পিএইচডি করতে হলে হাসিনার কাছে শিখতে হবে’ বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা: গণশিক্ষা মন্ত্রণালয় ছাত্রদলের সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান রাজধানীতে আজ যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

রিহ্যাব চট্টগ্রাম আবাসন ফেয়ার শুরু বৃহস্পতিবার

মুজিব উল্ল্যাহ্ তুষার :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৮ বার

স্বপ্নীল আবাসন সবুজ দেশ,লাল সবুজের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ১৮ই নবেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১। হোটেল রেডিসন ব্লু বেতে ৪ দিনব্যাপী এই ফেয়ার অনুষ্ঠিত হবে। করোনা মহামারী পরিস্থিতি পরবর্তীতে বন্দর নগরী চট্টগ্রামে প্লট, ফ্ল্যাট বিক্রির বিশেষ লক্ষ্যমাত্রা নিয়ে ফেয়ারে অংশ নিচ্ছে রিহ্যাবের সদস্যভুক্ত আবাসন কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে ফেয়ারের বিস্তারিত তুলে ধরেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ থেকে ২১ নবেম্বর পর্যন্ত ৪ দিনের রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হবে রেডিসন ব্লু এর মোহনা হলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২.৩০টায় প্রধান অতিথি থেকে আবাসন মেলার উদ্বোধন করবেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। উদ্বোধনের দিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিছু সরঞ্জাম ও আর্থিক অনুদান প্রদান করা হবে। রিহ্যাব ফেয়ার উপলক্ষ্যে আজ ১৭ নভেম্বর বুধবার সকাল ৮.০০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়েছে। র‌্যালি উদ্বোধন করবে দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক।এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে সর্বমোট ৭১টি স্টল থাকছে। এবারের ফেয়ারের গোল্ড স্পনসর প্রতিষ্ঠান ৪টি হচ্ছে এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড,রূপায়ন সিটি উত্তরা,ইউএস-বাংলা এ্যাসেট লিঃ, এবং উইকন প্রোপার্টিজ লিঃ।এর মধ্যে কো-স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে অংশ নিচ্ছে আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিঃ,বিল্ডিং টেকনোলজিস এ্যান্ড আইডিয়াস লিঃ(বিটিআই)সিএ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিঃ,কনকর্ড রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ,এপিক প্রপার্টিজ, ইক্যুইটি প্রোপার্টি ম্যানেজমেন্ট লিঃ,ফিনলে প্রোপার্টিজ লিঃ,জুমাইরাহ হোল্ডিং লিঃ,র‍্যাংকস এফসি প্রোপার্টিজ লিঃ,শেঠ প্রোপার্টিজ লিঃ,স্যানমার প্রোপার্টিজ লিঃ,সাফ হোল্ডিংস লিঃ রূপায়ন হাউজিং এস্টেট লিঃ,বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ,এবং সেম ইউপিভিসি লিঃ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান থাকবে ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠান ৮টি এবং আবাসন প্রতিষ্ঠান থাকবে ৪৬টি। আবদুল কৈয়ুম চৌধুরী জানান, ফেয়ারে একবারের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। টিকিট থেকে প্রাপ্ত আয় দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফেয়ার চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net