1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুরে আবুল হশেমের নির্বাচনী সভায় জনতার ঢল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

লক্ষ্মীপুরে আবুল হশেমের নির্বাচনী সভায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২২২ বার

বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ নেতা আবুল হাশেমের নির্বাচনী সভায় ইউনিয়নের জনতার ঢল নেমেছে। ১ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় লক্ষ্মীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাফিজ মার্কেট এলাকায় এক সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন। সভাতে ইউনিয়নের প্রায় সকল ওয়ার্ডের মানুষ যোগদান করে। প্রায় হাজার মানুষের সমাগমে জয়বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

সভায় ইউনিয়ন যুবলীগ সভাপতি আলহাজ্ব আমির হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম।

চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম বলেন, আজকের জনতার ঢল আমাকে আশ্বস্ত করেছে। আমি দলের লোক তার আগে এই এলাকার মানুষের লোক। আপনারা জানেন লক্ষ্মীপুর ইউনিয়নের প্রত্যেকটা রাস্তার আইডি নাম্বার আমি এমপি মহোদয়কে দিয়েছি। আমার বন্ধু বান্ধবরা যারা ভালো অবস্থানে আছে তাদের দিয়ে চেষ্টা করাচ্ছি। ইতোমধ্যে ৫ কোটি টাকার কাজ এনেছি। আমি ইউনিয়নের সবাইকে আমার ইউনিয়নে আমার আত্নীয় স্বজনেরা কষ্ট পাবে এমন ঘটনা যেন না শোনা যায় তার জন্য আমি করোনা সংকটের সময় ৩ টি ফ্রী অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। ৩ টি সিলিন্ডার রিফিল করার ও মানুষের কাছে সেই সেবা পৌছানোর দায়িত্বও নিয়েছি।

তিনি বলেন, ১২ বছর এই ইউনিয়নে বিএনপি ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে কি করেছে? একটা ইউনিয়ন পরিষদ করতে পারেনি। এখন আমার ইউনিয়নবাসী এই ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকতে গেলে দোয়া কলমা পড়ে ঢুকতে হয়। কারণ এই ভবন যেকোন সময় পড়ে যেতে পারে। একটা ব্যাপারে স্পষ্ট বলে দিতে চাই। আমি চেয়ারম্যান হলে আমি সর্ব প্রথম একটা মডেল ইউনিয়ন পরিষদ ভবন করবো।
আমার আরও একটা বড় পরিকল্পনা আছে এই ইউনিয়ন নিয়ে। আমি এই ইউনিয়নের মানুষের জন্য ৩০০ সজ্জার একটি হাসপাতাল করবো। যাতে আমার ইউনিয়নবাসী সেবার জন্য বাইরে না যেতে হয়।
তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন আমি আপনাদের সেবায় নিয়োজিত হওয়ার জন্য যোগ্য মনে করলে আমাকে একবার সুযোগ দেন। এ সময় এলাকাবাসী হাত নেঁড়ে চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেমকে সমর্থন দেন।

উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক এস এম রুবেল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক জাবের হোসাইন, ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net