1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দর সু-শিক্ষার একমাত্র কারখানা হচ্ছে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান-চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত ডাকসুতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক.. নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুন্দর সু-শিক্ষার একমাত্র কারখানা হচ্ছে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান-চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২২০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ, জান্নাত উপযোগী আলোকিত মানুষ ও জঙ্গীবাদমুক্ত যুব সমাজকে ইসলামিক ভাবধারায় জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সঠিক সুন্দর, সু-শিক্ষা ও নৈতিক শিক্ষার একমাত্র কারখানা হচ্ছে মাদ্রাসা। জীবনের বড় সব অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন অপরিহার্য। পিতা-মাতার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকামন্ডলীরাই তোমাদের প্রকৃত জ্ঞান অর্জনে ভূমিকা থাকে। তাই তাদের সবসময় শ্রদ্ধাভরে সম্মান দিতে হবে। ভালভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে।

১০ নভেম্বর (বুধবার) দুপুরে উপজেলার খুটাখালী দক্ষিণ-পুর্ব নয়াপাড়া নুরুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানার ২০২১ সালের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টানে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল গফুরের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানের প্রধান মেহমান ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও গেলবারের নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান প্রার্থী বাহাদুর হক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে সমান গুরুত্ব প্রদান করে দেশের শিক্ষা ব্যবস্থাকে দিন দিন অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রচেষ্টার একাত্মতায় তিনি বর্তমান প্রজন্মকে ইসলামী শিক্ষাই শিক্ষিত করতে অভিভাবক ও এলাকার সর্বসাধারণের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেন, একজন মানবিক মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্ন পূরণে তোমরাই এগিয়ে যেতে পারবে।

একজন মানবিক মানুষ হতে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দিবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিশ্বের দরবারে দেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পড়াশুনা করতে হবে। মা-বাবার স্বপ্নগুলো পূরণে তোমাদেরকে কাজ করতে হবে। এসময় তিনি মাদরাসার এতিমখানার জন্য ৫ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল গফুর সওদাগর বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ায় বেশী করে মনোযোগ দিতে হবে। মানসম্মতভাবে পাঠদান করতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। এসময় তিনি মাদরাসার অবকাঠামো উন্নয়নে একটি সুন্দর গেইট নির্মান করে দিবেন বলে আশ্বস্ত করেন।

অন্যন্যদের মধ্যে খুটাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ শফিউল আলম, আলফরমুজ লেচুমা করিম বালিকা মাদরাসার শিক্ষক ন ম ফজলুল করিম, পুর্ব বাককুমপাড়া আজিজিয়া তাহফিমুল কোরআন মাদরাসার পরিচালক আলহাজ্ব আজিজুল হক কুতুবী, মেম্বার প্রার্থী জিশান শাহরিয়ার, রমজান আলী মুর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন, ব্যবসায়ী ফরিদুল আলম, শিক্ষক জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগম, সম্ভব্য মেম্বার প্রার্থী পারভিন আক্তার, রোকসানা আক্তার, কোহিনুর আক্তারসহ অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মুনাজাত করেন বাঁশকাটা তাহফিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা কবির আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net