রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সারাদেশে মানবতার কল্যাণে কাজ করছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাহবারে আলম সৈয়দ হাসান মওলা মাইজভাণ্ডারীর নির্দেশনায়। সৈয়দ হাসান মওলা মাইজভাণ্ডারীর তিনি একজন যুগের সংস্কারক। শিক্ষার মান উন্নয়নে, অসহায়, দুঃস্থ,মানবতার কল্যাণে যে কাজ করে যাচ্ছেন,তা প্রশংসনীয়।মানব কল্যানে গাউসিয়া হক কমিটি কোনো কাজে আমার সহায়তা পাবে। তিনি ১৯ নভেম্বর শুক্রবার বিকেলে রাউজান সদর বি এল কমিউনিটি সেন্টারের আয়োজিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান মুন্সিরঘাটা শাখার সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ ও মাসিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মাষ্টার জাহাঈীর আলম চৌধুরী। আলোচক ছিলেন আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন।
সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ নুরুচ্ছাপা,মোঃ ইউছুপ আলী,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,মোহাম্মদ জাফর উল্লাহ্ চৌধুরী,রাউজান উপজেলার সমন্বয়ক আনিসউল খাঁন বাবর, আক্কাস উদ্দিন মানিক,সাদিকুজ্জামান শফি, মোহাম্মদ আলী মাষ্টার,যু্বলীগ নেতা আবু ছালেক,এস এম তছলিম উদ্দিন,মোঃ নাছির উদ্দীন, সাজ্জাদ হোসেন,নাজিম উদ্দিন কালু,জেবর মুল্লুক,আবু আহম্মদ,পারভেজ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নব নিযুক্ত উপদেষ্টা রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ও মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারের অবদান রাখায় মোহাম্মদ ইসমাইলসহ জন তিনকে সংবর্ধনা ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।