হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল কালাম আজাদ।
উপজেলায় তিনিই লাঙল প্রতীকের একমাত্র প্রার্থী। বর্তমান জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কোথাও দলীয় প্রার্থী দেয়নি।
মনোনয়ন ফরম জমাদানের নির্ধারিত শেষ তারিখে আজ মঙলবার (২ নভেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং হাটহাজারী উপজেলা সভাপতি লায়ন মহিউদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
আবুল কালাম আজাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং জাতীয় যুব সংহতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ছাড়াও দায়িত্বপালন করছেন- চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবেও। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ক্রীড়া সংগঠনের সহিত জড়িত তিনি।
জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব মো. ফারুক, এস এম লোকমান সিকদার, জাহাঙীর আলম চৌধুরী, মুহিবুল হক, যুবনেতা জাফর মেম্বার, মো. ফিরোজ, জাহেদ চৌধুরী, আজিম, আবু হানিফ, হাবিবুল্যাহ্ ও ছাত্র সমাজ নেতা মেহরাজ উদ্দীন মিসকাত, ইমতিয়াজ আলম রনি, আবুল হায়াত আকাশ এসময় উপস্থিত ছিলেন।
সমাজসেবক শাহ আলম, শামসুল আলম, আব্দুল হামিদ বাবুল, মো. মুছা, সেলিম, সাহাবুদ্দীন এবং এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে আজ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
এরআগে গত শনিবার (৩০ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে আবুল কালাম আজাদকে দলের মনোনয়ন ফরম তুলে দেন।
আজ ফরম জমা দেয়ার সময় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন- ‘ আমি মির্জাপুরবাসীর সার্বিক সহোযোগিতা ও রায় কামনা করছি।’