কক্সবাজারের ঈদগাঁওতে বহু অপকর্মের হোতা এবং অর্ধ ডজন মামলার আসামী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ইব্রাহিমকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানার পুলিশ।
গতকাল সোমবার রাতে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উল্লেখিত এলাকার বাসিন্দা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম ডাকাত ইব্রাহীমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহীম এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে থানায় অর্ধ ডজনাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।