বিএনপির চেয়ারপর্সন ও তিনবাবের সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ বিশেষ বাঁশখালী পৌরসভা ও সরকারি আলাওল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল ১৯ নভেম্বর শুক্রবার বাদে আসর পৌরশহরের রওজাতুল জান্নাত মাদ্রাসা মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ছাত্রদল নেতা মো. আবদুস সবুরের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক এস.এম তৈয়বের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক আশেক সিকদার, সদস্য সচিব আরমান সিকদার, পৌর ছাত্রদল নেতা মো. আকরাম, রাশেদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, তারেকুর রহমান, জাহেদুল ইসলাম, ইশতিয়াক মাহমুদ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, রাব্বি, আরাফাত ও ফরিদ প্রমূখ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা ফোরকান আজিজী আলক্বাদেরী।