কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধিন পুর্নগ্রাম বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতি রাতে পাচার হচ্ছে কোটি টাকার কাঠ।
সংরক্ষিত বনাঞ্চল থেকে শুরু করে সামাজিক বনায়নও রেহাই পাচ্ছে না। পাচারকারীদের সঙ্গে যোগসাজশ স্থানীয় বন বিট কর্মকর্তারাও জড়িয়ে পড়েছেন কাঠ পাচারে।
অনুসন্ধনে জানা যায়, পুর্নগ্রাম বনবিটের গামারিঘোনা গর্জন বাগান এলাকায় সরকারি অর্থায়নে সৃজিত বাগান ধ্বংসের পাশাপাশি ব্যাহত হচ্ছে সরকারের সামাজিক বনায়ন কর্মসূচি। পুর্নগ্রাম বন বিট থেকে প্রতিরাতেই চলছে কাঠ পাচারের মহোৎসব। বন বিট ও থানা পুলিশের নামে প্রতিরাতে লাখ টাকার চাঁদা আদায় করা হচ্ছে।
পার্বত্য এলাকা ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও বগাচড়ির বিভিন্ন ইটভাটায় পোড়ানো হচ্ছে পাচার হওয়া বনাঞ্চলের মূল্যবান কাঠ।
পাচার হওয়া কাঠগুলোর মধ্যে রয়েছে- আকাশমণি, জাম, সেগুন, গামারি, কড়ই ও গর্জনসহ নানা প্রজাতির গাছ। বাদ যাচ্ছে না বাঁশ ঝাড়ও। দিনে এসব গাছ কেটে রাতভর তা পাচার করা হয়। রাত যত গভীর হয় পাল্লা দিয়ে ততই বাড়তে থাকে কাঠ পাচারের উৎসব।
অনুসন্ধনে আরো জানা যায়, চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এসব কাঠ পাচার করেন কালাপাড়ার কাঠ পাচারকারী সিন্ডিকেটের মুল হোতা আরফাতুর রহমান প্রকাশ সোনা মিয়া ও সিরাজ। ঐ সিন্ডিকেটের কাছে জিম্মি এলাকাবাসী। তাদের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।
সরেজমিন পুর্নগ্রাম বন বিটের বিভিন্ন বনায়নে দেখা যায়, বন বিটের মিয়া, হেডম্যান কাঠ পাচারের গাড়ির পাস দিচ্ছেন। এসব চাঁদা আদায়ে এলাকায় ইজারার ভিত্তিতে স্থানীয় কালেক্টর নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বন বিভাগের বিশেষ টহল বাহিনী (স্পেশাল নামে পরিচিত)’র নামেও মোটা অংকের চাঁদা তোলা হচ্ছে।
ইটভাটায় জ্বালানি কাঠ সরবরাহকারী সোনামিয়া বলেন, ঘাটে ঘাটে চাঁদা না দিলে গাড়ি পার হয় না। আবার কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের বাইরে গিয়েও ব্যবসা করা যায় না। এখানে আমাদের বসতি প্রায় ২০-৩০ বছরের। আমাদের লাগানো গাছ কাঠতেও প্রতি বছর বিট অফিসকে চাঁদা দিতে হয়। না হলে উচ্ছেদ হতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সামাজিক বনায়নের লট ক্রেতা এক ব্যবসায়ী বলেন, নিলামে বাগান ক্রয় করে সরকারি কোষাগারে টাকা জমা এবং নিয়ম মেনে গাছ কাটলেও বনবিট ও রেঞ্জ কর্মকর্তাকে ঘুষ দিতে হচ্ছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বনবিট ও রেঞ্জ অফিস রাখা হয়েছে বনায়ন রক্ষার জন্য। কাঠ চোরের সঙ্গে যোগসাজশে কাঠ পাচার করে বন ধ্বংস করার জন্য নয়।
তিনি আরো বলেন, সব সড়কে শীতকালীন বিশেষ টহল টিম (স্পেশাল টিম) সক্রিয় করা হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।