কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকার একক প্রার্থী হিসাবে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এম বেলাল আজাদ চুড়ান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক বাহাদুর হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এম বেলাল আজাদ গত ১০ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই লবিং, তদবির ও দলীয় নেতা-কর্মীদের সাথে মিটিং-সভায় ব্যস্ত সময় পার করেন। নির্বাচনকে ঘিরে নিজ এলাকার বিভিন্ন পাড়া, মহল্লায় ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে করছেন কুশল বিনিময়।
ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিত চোখে পড়ার মতো। এমনকি দলের মনোনয়ন পেতে উপজেলা ও জেলার দলীয় নেতাদের সাথে গড়ে তুলেছেন সখ্যতা।
জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের তৃণমুল থেকে উঠে আসা তৎকালীন জামাত- শিবির কর্তৃক নির্যাতন ও জেল-জুলুমের শিকার, ত্যাগী নেতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এম বেলাল আজাদ।
তাঁর পিতা মোহাম্মদ বকসু সওদাগর (সাবেক মেম্বার) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর বড় ভাই ডা. মোহাম্মদ হোসাইন চৌধুরী একজন মুক্তিযোদ্ধা।
তিনি ১৯৮৬ সালে নবম শ্রেণিতে থাকা অবস্থায় খুটাখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৮ সালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ১৮৮৯ সালে বৃহত্তর চকরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯০- ১৯৯২ পর্যন্ত চট্টগ্রাম লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, ১৯৯৪ সালে আওয়ামী যুবলীগ খুটাখালী শাখার সভাপতি, ১৯৯৬- ২০১১ পর্যন্ত খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১২-২০১৯ পর্যন্ত নির্বাচিত সাধারণ সম্পাদক ও বর্তমানে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, এবং চকরিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি একাধারে খুটাখালী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের দু’বারের নির্বাচিত সদস্য ও খুটাখালী কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত রয়েছেন।
এছাড়া ১৯৯০ সালের গণভ্যুত্থানে পুলিশ কর্তৃক নির্মম লাঠি চার্জের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। ১৯৯২ সালে বার আউলিয়া ডিগ্রি কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে জয় বাংলার স্লোগানরত অবস্থায় জামাত-শিবির ক্যাডার কর্তৃক বর্বরোচিত হামলার শিকার হন।
জোট সরকারের আমলে চকরিয়া পৌরশহরে বিএনপি কর্তৃক হামলার শিকার এ নেতা সাধারণ সম্পাদকের দায়িত্বরত অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা নির্বাচনে খুটাখালীর ইতিহাসে প্রতিটি কেন্দ্রে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয় করার পেছনে ভুমিকা রাখেন
খুটাখালী ইউনিয়ন আ’লীগের নৌকার একক প্রার্থী এম বেলাল আজাদ বলেন, আগামী ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলে খুটাখালী ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ আমাকে একক প্রার্থী হিসাবে মনোনীত করেন। যার কারনে ইউনিয়ন আ’লীগ, উপজেলা-জেলা আওয়ামীলীগের নিকট আমার পুরো পরিবার কৃতজ্ঞ।
নিজেকে খুটাখালীর নৌকার মাঝি ঘোষণা করে এম বেলাল আজাদ বলেন, আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এখনও পর্যন্ত দলের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ এবং দুঃসময়েও দলের জন্য কাজ করেছি নিঃস্বার্থভাবে।
দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। এলাকার মানুষের কাছেও বেশ গ্রহণযোগ্য রয়েছে তার দাবী করে তিনি আরো বলেন, দল আমাকে মূলায়ন করেছে। আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও খুটাখালীবাসীর পাশে থাকব ইনশাল্লাহ।
প্রসঙ্গত : আগামী ২৩ ডিসেম্বর চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।